আব্দুল মান্নান সিদ্দিকীঃ
২৭ এপ্রিল বিকেলে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডআরধী পড়া কানাইনগর এলাকায়গোসলখানায় আরার সাথে গলায় ফাঁস দিয়ে জুঁই নামক এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
তার স্বামী শাকিল তার স্ত্রীকে গোসলখানার আরার সাথেগলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখলে শাকিল ও সিয়ামজুঁইকে গোসলখানা থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুঁইকে মৃত ঘোষণা করেন। জুই এর ছোটভাই জাহিদুল জানান। তার বোন জুই আত্মহত্যা করেনি তার ভগ্নিপতি তারবোনকেহত্যা করেছেন। শ্রীনগর থানার উপ-পরিদর্শক শান্তি দাস জানান ,এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।