আব্দুল মান্নান সিদ্দিকীঃ
শ্রীনগরে এবার আমের বাম্পার ফলনের আশাবাদী আম চাষি।
এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আমের বাগান গুলোতে গাছের ডালে থোকায় থোকায় প্রচুর পরিমাণে আম ধরেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া না হলে এবার যে পরিমাণ আম ধরেছে তাতে এলাকার চাহিদা মিটিয়ে বাইরে বিক্রি করা যাবে বলে আশাবাদী আম চাষী।
আমের বাগানের মালিক নুরু ইসলাম জানান, এবার তার বাগানে প্রচুর পরিমাণ আম ধরেছে গতবারের তুলনায় অধিক।
উপজেলা কৃষি কর্মকর্তা সান্তনা রানীর জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর বিভিন্ন জাতের প্রচুর পরিমাণ আম ধরেছে। আবহাওয়া ভালো থাকলে ফলন ভালো হবে।