মোঃ ইবাদৎ হোসেন,অভয়নগর (যশোর):
যশোরের অভয়নগরে দ্বীনিয়াত একাডেমির উদ্যোগ কুরআনুল কারীমের সবক প্রদান, শিক্ষা প্রদর্শনী সম্মেলনে শিক্ষার্থীদের মাঝে দেখা মেলে ৬৫ বছরের অধিক বয়সের কুরআনের ছাত্র মোঃ আজিজ।
দীর্ঘদিন ধরে তিনার আকাঙ্খা ছিলো কুরআন শিক্ষা করবে। বেশ কয়েক মাস সময় লেগেছে তার এই পবিত্র কুরআান শরিফ পড়া শিক্ষা করতে হয়।
উল্লেক্ষ্য যে, ২৪ ডিসেম্বর শনিবার মাদ্রাসা ইহ্ইয়াউল উলুম আল- ইসলামিয়া নওয়াপাড়া -এর তত্ত্বাবধানে মনোরম পরিবেশে ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে তিনি হাজারো মানুষের মাঝে সম্মাননা ক্রেস্ট পেয়েছেন।তিনি নিজেকে ধন্য মনে করছেন। খুবই ভালো লাগছে।তার এই মহত উদ্যোগকে অনেককে প্রেরনা যোগাবে।
অনুষ্ঠানে ৬২ জন স্কুলগামী, কিশোর, যুবক ও বয়স্ক শীক্ষার্থীদের সম্মানে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে শিক্ষার্থীদেরকে কুরআনুল কারিমের সবক দেওয়া হয়। প্রত্যক শিক্ষার্থীদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।তাদের মধ্যে আজিজ একজন।
অনুষ্ঠান শেষে কথা হয় মোঃ আজিজের সঙ্গে, তিনি আবেগ মাখা কণ্ঠে বলেন কুরআন মাজীদ শিখতে পেরে আমার খুবই ভালো লাগছে। সবসই আমার জন্য দোয়া করবেন। ভালভাবে যেন কুরআন মাজীদ পড়া শিখতে পারি।