আব্দুল মান্নান সিদ্দিকীঃ
১৫ অক্টোবর সকাল হতে মুন্সীগঞ্জজেলার শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নে দামলা মীর হাসান শরিফের বাড়ীতে দিন ব্যাপী এ বই মেলা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বই পত্র প্রকাশনির স্বত্বাধিকারী মাহবুবুর রহমান বাবুর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সদস্য শিরীন আহম্মেদ,ঢাকা -৪ আসনের সাবেক সংসদ সদস্য সানজিদা খানম,এডভোকেট সোহানা তাহমিনা,লেখক কিংকর আহসান,ফারহানা হাসনাত তুলি প্রমুখ ।
এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, বই প্রকাশনীর উদ্যোগে এ প্রথম শ্রীনগরে কোন লেখকদের বাড়িতে বই মেলা উৎসব অনুষ্ঠিত হল।
মীর এম্পেয়ার্সের লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব মীর মোতাহার হোসেন যিনি হাসান শরীফ নামে পরিচিত।