গোলাম নবী খোকনঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ জুন) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা ভোট প্রয়োগ করেন । নির্বাচনে প্রিজাইটিং অফিসার ছিলেন মতলব উত্তর উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. সাইফুল ইসলাম।
ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইটিং অফিসারের দায়িত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম । উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। তাদের মধ্যে মনির হোসেন খান ১১৮ ভোট পেয়ে ১ম স্থান, জাহাঙ্গীর সরদার ১১১ ভোট পেয়ে ২য় স্থান, মো. জাহাঙ্গীর আলম ৯১ ভোট পেয়ে ৩য় স্থান ও মো. কেরামত আলী ৮৮ ভোট পেয়ে চতুর্থ স্থান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে শাহিনুর আক্তার ১৪৩ ভোট পেয়ে নির্বাচনে জয় লাভ করেন।
শিক্ষক প্রতিনিধি মাওলানা শফিকুল ইসলাম, মো. সোহেল আহমেদ, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি ফাতেমা আক্তার পূর্বেই মনোনীত হয়েছেন।
নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মো.শাহ আলম সষ্ঠুভাবে ভোট গ্ৰহন সম্পন্ন হওয়ায় সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। তিনি স্কুলের উন্নয়নের জন্য কমিটির সদস্য ও এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন।
এ সময় জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সেলিম মিয়া, জহিরাবাদ ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি শুক্কুর মৃধা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সম্রাট গাজী, জহিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক স্বপন মল্লিক উপস্থিত ছিলেন।