নিজস্ব প্রতিবেদক :
“ছাত্র শিক্ষক কৃষক ভাই – ইঁদুর দমনে সহযোগিতা চাই’’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় ইঁদুর নিধন অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৩০ অক্টোবর(বুধবার) বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় প্রধান অতিথ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, সমবায় অফিসার ফারুক আলম।
আরো বক্তব্য রাখেন, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সালাউদ্দিন, কলাকান্দা ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার কবির হোসেন প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উপসহকারী কৃষি অফিসার নুর মোহাম্মদ।
আলোচনা সভাশেষে জাতীয় ইঁদুর নিধন অভিযান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা।