সম্রাট সিকদার:
চাঁদপুর মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাহীকান্দি কাসিমুল উলূম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ২১ মে শনিবার সিপাহীকান্দি বাইশপুর প্লাজা কাসিমুল উলূম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ভবনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এ.কে.এম গোলাম নবী খোকন।
তিনি বলেন- “আল্লাহতালা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আমাদের আলেম সমাজ আমাদেরকে ইসলামের সঠিক দিন নির্দেশনা দিয়ে আমাদের ইসলমাের সঠিক পথে ধাবিত করেন। দ্বীনের শিক্ষা অর্জনের জন্য আপনার সন্তানকে কাসিমুল উলূম নূরানী হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করান, যাতে আপনার সন্তান একজন আলেম হয়ে ইসলামের সঠিক শিক্ষা মানুষকে শিখিয়ে আপনার মুখ উজ্জ্বল করতে পারে। আপনি আপনার সন্তানের সু-শিক্ষার জন্য পরকালে পুরস্কৃত হতে পারেন। আমাদের ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের সকল অভিভাবক সতর্ক থাকবেন যাতে আপনার সন্তান মাদকের দিকে অগ্রসর না হতে পারে। মাদক থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ মাদক সেবন করবেন না এবং কাউকে করতে দেখলে তাকে বিরত থাকার আহ্বান করবেন। কাসিমুল উলূম নূরানী হাফিজিয়া মাদ্রাসা থেকে একদিন অনেক বড় হাফেজ কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সমাজের, রাষ্ট্রের মুখ উজ্জ্বল করবে সেই প্রত্যাশা করি।”
আমন্ত্রীত ওলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন- মমরুজকান্দি সুলতানিয়া মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব হযরত মাওলানা যাইনুল আবেদিন, পুকুরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি রোকনুজ্জামান মাদানী, সিপাহীকান্দি বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ আঃ হান্নান, সিপাহী কান্দি বাইতুল আখবার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মঃ আবু বকর সহ বিভিন্ন এলাকা থেকে আগত ওলায়ে কেরামগন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সচিব দেওয়ান আব্দুল ওহাব, সমাজসেবক মনির হোসেন বেপারী, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান সিপাই, মোঃ দেলোয়ার হোসেন বেপারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।