স্টাফ রিপোর্টারঃ
হাজীগঞ্জে রাজমিস্ত্রী কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আবুল কাশেম (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের সর্বতারা সর্দার বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আবুল হোসেন সকালে সর্বতারা সর্দার বাড়ির আলী আকবরের ঘরে রাজমিস্ত্রী কাজ করতে যায়। বিকেল সাড়ে তিনটায় কাজ করতে গিয়ে অসতর্কতায় বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা আবুল কাশেমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আবুল কাশেম হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের কোন্দ্রা মোল্লা বাড়ির মৃত খলিলুর রহমানের রহমানের ছেলে।