• শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতাল শ্রীনগর, সিরাজদিখান, লৌহজং উপজেলার ভিতরে করার দাবিতে মানববন্ধন যৌথ বাহিনী কর্তৃক ফরিদগঞ্জে ১২ কেজি গাঁজা সহ দুই জন মাদক ব্যবসায়ী আটক বিরামপুরে কীটনাশক স্প্রে করে বিষ বিঘা জমির বোরো ধান নষ্টের অভিযোগ, আটক ১ মতলবে জাটকা রক্ষা কার্যক্রমের সচেতনতা মূলক সভা মতলব উত্তরে মেশিনে ধান কাটা শতক প্রতি ৯০ টাকা নির্ধারিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবেঃ ডা.আব্দুল  মোবিন মতলব উত্তরে ভিমরুলের কামড়ে হতাহত ৪ রূপগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয় থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি বিরামপুর থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত  শ্রীনগরে বাঘরায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি: প্রধানমন্ত্রী

Lovelu / ১৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

ডেস্ক নিউজঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে ধর্ম যার যার উৎসব সবার।

তিনি বলেন, আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এ দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে ধর্ম যার যার উৎসব সবার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন। মহাযোগীর তিরোধান দিবসে সকল ভক্ত-অনুরাগীদের তিনি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, সিদ্ধ যোগীপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মধ্যে কখনো জাতিভেদ ছিল না। তাই জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তাঁর শরণে যেতেন এবং তিনিও সবাইকে সমান দৃষ্টিতে দেখতেন।

বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমরা এখন উন্নয়নশীল দেশ। আমরা বাংলাদেশে সমভাবে সবার উন্নয়ন করে যাচ্ছি উল্লেখ করে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ঐক্যবদ্ধভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান।

তিনি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষ্যে সকল আয়োজনের সফলতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category