ডেস্ক নিউজঃ
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জসীম উদ্দিন বলেছেন,বঙ্গবন্ধু বাঙালী জাতির ভাষার অধিকার এনেদিয়েছেন। তিনি একটি স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্র উপহার দিয়েছেন। বিশ্বে বাঙালী জাতির মাথা উঁচু করেছেন । তাঁরই উত্তর সূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে জাতি রাষ্ট্রকে উন্নত জাতিতে পরিণত করতে নিরলস কাজ করে যাচ্ছেন, উন্নয়নের সময় ভিত্তিক রূপরেখা ঘোষণা করেছেন।
তিনি আজ মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
গণযোগাযোগ অধিদপ্তরের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় দেশব্যাপী এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
৫নং রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম দেওয়ান দেওয়ান, প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মোঃ তৈয়ব আলী, জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ শতাধিক মহিলা অংশ গ্রহণ করেন।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, উন্নয়নের এক মহাসড়কে বাংলাদেশ বিশেষ গতি নিয়ে অগ্রসর মান। কোভিড পরিস্থিতির মধ্যে বাংলাদেশের উন্নয়ন থেমে থাকেনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নকে অনন্য উচ্চতায় নিয়েগেছেন। বিশ্বের অনেক দেশ নারীরক্ষমতায়নে বাংলাদেশের পদক্ষেপ অনুসরণ করে। তিনি বলেন, বাল্যবিবাহ সামাজিক অভিশাপ, নারীর আত্মনির্ভরশীল হওয়ার পথে অন্তরায়। বাল্যবিবাহ নারীর উজ্জল সম্ভাবনাকে অংকুরেই বিনষ্ট করে দেয়। তাই বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। জনাব জসিম উদ্দিন বলেন, কোন অবস্থাতেই কন্যাসন্তানের লেখাপড়া বন্ধ করা যাবে না। কারণ একটি কণ্যা সন্তানের লেখাপড়া বন্ধ করা মানে একটি ভবিষ্যৎ পরিবারকে অন্ধকারে ঠেলে দেওয়া। আগামী দিন গুলোতে একজনের উপার্জনে সংসার চালানো কঠিন হয়ে পড়বে। তাই পরিবারের দুজনকেই উপার্জন করতে হবে। বিশেষত ৪র্থ শিল্প বিপ্লবের যুগে টিকে থাকতে কারিগরি শিক্ষার উপর তিনি গুরুত্বা রোপ করেন।
প্রধান মন্ত্রী ঘোষিত আগামী ২৬ ফেব্রুয়ারি তারিখে দেশব্যাপী ১ কোটি কোভিড টিকা প্রদান করা হবে। যারা টিকা গ্রহণ করেননি, তাদের টিকা গ্রহণের জন্য মহাপরিচালক অনুরোধ করেন। পাশাপাশি বাড়ির আশে পাশের কেউটিকা গ্রহণনা করলে তাকে টিকা কেন্দ্রে পাঠানোর অনুরোধ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুল ইসলাম দেওয়ান বলেন, সরকার নারীর উন্নয়নে ও নারীর ক্ষমতায়নে বিভিন্ন ধরনের প্রদক্ষেপ গ্রহণ করেছে ।গ্রামীন জনগোষ্ঠির উন্নয়নে বিভিন্ন ধরনের ভাতা প্রদান করা হচ্ছে । তিনি আরো বলেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাত ধরে এদেশে আর্থসাজাজিক উন্নয়ন হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে ।
গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক জনাব তৈয়ব আলী বলেন, করোনা অতি মারিতে দেশব্যাপী বাল্যবিবাহ প্রকট আকার ধারণ করেছে। এর মোকাবিলায় সমাজের সকল শ্রেণির মানুষকেই স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে হবে। এ সময় তিনি বাল্যবিবাহ প্রতিরোধে, শিক্ষক, আনসার ও ভিডিপির গ্রাম দলনেতা-নেত্রী, স্থানীয়জন প্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। একই সাথেশিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ভূমি ব্যবস্থাপনা ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশের সুবিধা গ্রহণের জন্য তিনিস কলের প্রতি আহ্বান জানান।
প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান জানান, এ প্রকল্পের মাধ্যমে সরকারের মেঘা প্রকল্প ও ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণের উদ্দেশ্য ও এর ফলাফল জনগণকে অবহিতকরণ, টেক সই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি), ভিশন-২০২১ ও ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে দেশব্যাপী প্রচার কাকার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস জঙ্গী তৎপরতা, দুর্নীতি, চাঁদাবাজি, খাদ্যে ভেজাল মিশ্রণ, নারী ও শিশু পাচার ইত্যাদি প্রতিরোধে প্রচলিত আইন সম্পর্কে সচেতনতামূলক প্রচারনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নারী শিক্ষার উন্নয়ন, নারীরক্ষমতায়ন ইত্যাদি বিষয়ে সরাসরি যোগাযোগমূলক কার্যক্রম হিসেবে এ প্রকল্পের আওতায় দেশব্যাপী ১৪০০টি মহিলা সমাবেশ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।