নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি কমপ্লেক্স পরিদর্শন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে পরিকল্পনা প্রতিমন্ত্রী ফরাজীকান্দি দরবার শরীফে আল্লামা শায়খ বোরহান উদ্দিন (রাঃ) এর মাজার জিয়ারত করেন। এরপর আল-আমিন এতিমখানার আড়াই শতাধিক এতিমদের খোঁজখবর করেন এবং সর্বশেষ সায়্যদিাতুন্ নিসা ফাতিমাতুয্ যাহরা মহিলা শিশু সদন (ইয়াতীমখানা)’র কচিকাঁচা মেয়েদের খোঁজখবর নেন।
দোয়া পরিচালনা করেন ফরাজীকান্দি দরবার শরীফের পীর ক্বিবলা আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানী।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ,এএসপি(মতলব সার্কেল)ইয়াছির আরাফাত, ফরাজীকান্দি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ইসলামবাদ ইউপির চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহবায়ক এড. আক্তারুজ্জামান, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার,উপজেলা ছাত্রলীগ নেতা এ্যাড. জসিম উদ্দিনসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।