স্টাফ রিপোর্টার :
পরিকল্পনা প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কৃষিক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। যার প্রমাণ সারাবাংলাদেশে রয়েছে। আজকে কৃষকরা ঘরে বসেই সার, বীজ, প্রণোদনাসহ সকল কিছু ভোগ করছে। কৃষকদের এখন আর সারের জন্য হাহাকার নেই। সবাই ন্যায্যমূল্যে সার পাচ্ছে। ১০ আগস্ট নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, কৃষি নির্ভর বাংলাদেশ। আপনার বাড়ির আঙ্গিনায় গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করুন। একটি গাছ আগামী দিনের ভবিষ্যৎ। বিশেষ করে ফলদ ও বনজ গাছ লাগিয়ে নিজে উপকৃত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ সিদ্দিকী।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের মোয়াজ্জেম মাওলানা মোয়াজ্জেম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মজুমদারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও কৃষকবৃন্দ।
পরে ফিতা কেটে কৃষি মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ অন্যান্যরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।