আব্দুল মান্নান সিদ্দিকীঃ
পবিত্র ঈদুল ফিতরের বিনোদন কেন্দ্র মাওয়া পদ্মা সেতু। মুন্সি গঞ্জ জেলার মাওয়াপদ্মা নদীরপারে পদ্মা সেতু টি বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিন শত শতভ্রমণপিপাসু তাদের পরিবার বর্গ পাড়া-প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনকে নিয়ে পদ্মা সেতুদেখতে, নদী ও প্রকৃতির দৃশ্যউপভোগ করতে ভিড় জমান। ঈদুল ফিতর উপলক্ষেএ ভিড় শতগুণে বৃদ্ধি পেয়েছে।
ভ্রমণপিপাসু আব্দুল কাইয়ুম এ প্রতিনিধিকে জানান, সারাবছর কর্মব্যস্ততার মাঝে কাটান ।একটু ছুটি পেলেই তিনি তাঁর পরিবারবর্গ নিয়ে ভ্রমণে বের হন ঈদুল ফিতর উপলক্ষে তিনি তাঁর পরিবারবর্গকে নিয়ে পদ্মা সেতু দেখতে এসেছেন। পদ্মা সেতু দেখেতার ভ্রমণ সার্থক হয়েছে বলে তিনি জানান।