• বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে অবৈধ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ১ জন নিহত মতলবে সৌদি মালিককে নিয়ে হেলিকপ্টারে চড়ে এলেন প্রবাসী মোবারক চাঁদপুরের বিপণীবাগের আবাসিক হোটেল থেকে মতলবের রুবেলের ঝুলন্ত লাশ উদ্ধার বাণিজ্য মেলায় সাংবাদিকের উপর হামলা : আটককৃতদের ছেড়ে দেয়ায় ক্ষোভ শ্রীনগরে মাদিনাতুল উলুম মডেল মাদ্রাসারবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত মতলব উত্তরের পাচঁআনি উবি’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা  পুরস্কার বিতরণ মতলবের মেঘনায় মরা মাছ ভেসে ওঠার ঘটনায় তদন্ত কমিটি গঠন মতলব উত্তরের আনন্দ বাজারে নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের  উদ্বোধন শ্রীনগরে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

করোনাবিধি না মেনে জন্মদিনের পার্টি

পদত্যাগ করলেন হংকংয়ের স্বরাষ্ট্রমন্ত্রী

Lovelu / ১৮৩ Time View
Update : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

অনলাইন ডেস্কঃ
হংকংয়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াইয়ে জনসমাগম এড়িয়ে চলতে জনগণের প্রতি সরকার আহ্বান জানানোর মাত্র তিনদিন পর এক ডজনের বেশি সরকারি কর্মকর্তা এবং আইনপ্রণেতার সঙ্গে জন্মদিনের পার্টিতে অংশগ্রহণ করায় চীনের বিশেষ স্বায়ত্তশাসিত এই অঞ্চলের একজন মন্ত্রী পদত্যাগ করেছেন।

আজ সোমবার তিনি হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে ফরাসি বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
পদত্যাগের ঘোষণা দিয়ে হংকংয়ের স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাসপার সুই এক বিবৃতি দিয়েছেন। এতে বলেছেন, ‘আমি আজ হংকংয়ের প্রধান নির্বাহীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি এবং আজই এই পদ ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে।

তিনি বলেন, প্রধান কর্মকর্তাদের একজন হয়ে মহামারি-বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছি। তবে আমি সাম্প্রতিক প্রাদুর্ভাবের সময় সর্বোত্তম উদাহরণ তৈরি করতে পারি নাই।
হংকংকে বদলে দেওয়া চীনের আরোপিত জাতীয় নিরাপত্তা আইনের বিরোধিতায় গণতন্ত্রপন্থীদের তীব্র প্রতিবাদ-আন্দোলন এবং ভিন্ন মতাবলম্বীদের অবিরাম দমন-পীড়ন ঘিরে এই নগরীর প্রশাসনিক প্রধান নির্বাহী ক্যারি লামের প্রশাসনের জন্য সুইয়ের পদত্যাগ এক ধাক্কা।
গত ৩ জানুয়ারি হংকংয়ের একটি রেস্তোরাঁয় চীনের শীর্ষ আইনপ্রণয়নকারী কমিটির সদস্য উইটম্যান হাংয়ের জন্মদিনের পার্টি আয়োজন করা হয়। সেই পার্টিতে হংকংয়ের সরকারি শীর্ষ কয়েক ডজন কর্মকর্তা এবং আইনপ্রণেতা অংশ নিয়েছিলেন; যা হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামের প্রশাসনের নেওয়া বেইজিংয়ের মতো জিরো-কোভিড নীতির জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।

পার্টিতে অংশ নেওয়া এক ব্যক্তির করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর কন্টাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে পার্টিতে যোগ দেওয়া অতিথিদের তালিকা পায় হংকংয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ। সেখানে দেখা যায়, ২০০ জনের বেশি অতিথি ছিলেন।
যাদের মধ্যে হংকং পুলিশের প্রধান, অভিবাসন বিভাগের প্রধান এবং দুর্নীতি দমন কমিশনের প্রধানও ছিলেন। এছাড়া চীনের বিশেষ স্বায়ত্তশাসিত এই অঞ্চলের প্রায় ২০ জন আইনপ্রণেতাও ওই পার্টিতে অংশ নেন।

যদিও হংকংয়ের কঠোর সামাজিক দূরত্ব বিধি পালনের কড়াকড়ির সময়ে ওই পার্টির আয়োজন বেআইনি ছিল না। কিন্তু পার্টির মাত্র তিন দিন আগে নগরীর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জনগণকে বড় ধরনের জনসমাবেশ এড়িয়ে চলার ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন।
ক্যারি লাম বলেছেন, কর্মকর্তারা দৃষ্টান্ত তৈরি করতে ব্যর্থ হয়েছেন। জন্মদিনের পার্টি আয়োজনের ওই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। সূত্র: এএফপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category