ম.ব.হোসাইন নাঈমঃ
নোয়াখালীর চাটখিল উপজেলাধীন দশঘরিয়া কোরআনে হাফেজকে পাঁগড়ি প্রদান করে সম্মাননা দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) বাদ জুম্মা নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার বাইতুন নূর জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে হাফেজের মাঝে পাঁগড়ি বিতরণ দোয়া ও দুপুরের খাবারের আয়োজন করা হয়।
মাদরাসা কমিটির সভাপতি ও পরকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হাফেজ ছাত্রের মাথায় পাঁগড়ি পরিয়ে দেন বাইতুন নূর জামে মসজিদের খতিব হাফেজ তোফায়েল আহমেদ।
পাঁগড়ি প্রাপ্ত হাফেজ হলো অত্র উপজেলার পরকোট গ্রামের তফদার বাড়ির হাবিবুর রহমানের ছেলে হাফেজ মোঃ জোবায়ের হোসেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ময়মনসিংহের রাকিবুল ইসলাম।
পাঁগড়ি প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মসজিদের সাধারণ সম্পাদক মৌলভী ওয়াসিম, পরকোট ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন অলক, সাবেক মেম্বার আলম বলি, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, ব্যবসায়ী দুলাল খান প্রমূখ।