মো. ফিরোজ উদ্দিন, নকলা (শেরপুর):
শেরপুরের নকলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।
২৪ ডিসেম্বর শনিবার রাতে শেরপুর পুলিশ সুপার কামরুজ্জামান উপজেলার ৩টি উপসনালয়ে কেক পাঠান। কেকগুলো পুরোহিতদের হাতে তুলে দেওয়া হয়। কেক তুলে দেন নকলা থানা ওসি (তদন্ত) ইসকান্দার হাবিব।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বুলবুল আহমেদ জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি উপাসনালয়ের জন্য ৫০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
এতে খ্রিস্টান ধর্মানলম্বীরা নির্বিঘ্নে তাদের অনুষ্ঠান পালন করতে পারবে। তারা পুলিশ ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।