কুড়িগ্রাম প্রতিনিধি :
জ্বালানী তেল সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, ভোলা ও নারায়নগঞ্জে বিএনপি নেতা কর্মীকে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উলিপুর বিএনপি ভবন মাঠে উলিপুর উপজেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,জেলা বিএনপির সহ সভাপতি তারিক আবু আলা চৌধুরী,যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল সহ বিএনপি নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা জ্বালানী তেল সহ সকল প্রকার দ্রব্যের দাম কমিয়ে জনগনের ভোগান্তি কমানোর দাবি জানান।