• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

জেসিআই ঢাকা আপটাউনের ২০২৩ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

Lovelu / ২৬২ Time View
Update : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

রাইসা নাসের খানকে প্রেসিডেন্ট নির্বাচিত করে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা আপটাউনের ২০২৩ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে জেসিআই ঢাকা আপটাউনের জেনারেল অ্যাসেম্বলিতে এই নতুন কমিটি গঠিত হয়।

কমিটিতে লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাইশা বিনতে সিদ্দিক, লোকাল ভাইস প্রেসিডেন্ট মো: ফয়জুন্নুর আখন রাসেল , মো: ফারহান মাসুদ ও মো: হাসিনা নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য মনোনিত সদস্যরা হলেন সেক্রেটারি জেনারেল সাজিয়ান আফরিন ফাইজা, ট্রেজারার তানভির আহমেদ, জেনারেল লিগ্যাল কাউন্সিল মনোয়ার হোসাইন চৌধুরী মাহের, ডিরেক্টর নকিবুল হক, ব্যারিস্টার আশিকুর রহমান, মাশিয়াত নূর, কমিটি চেয়ার অরিন চৌধুরী , দেওয়ান মহম্মদ জয় , ব্যারিস্টার তাজরীণ রেজা কবির, আইপিএলপি পারভেজ আহমদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আপটাউনের পাস্ট প্রেসিডেন্টবৃন্দ ও ন্যাশনাল বোর্ড এর সদস্যবৃন্দসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ঢাকা আপটাউনের এর নবনির্বাচিত প্রেসিডেন্ট রাইসা নাসের খানক তার বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সামাজিক উন্নয়নমূলক কর্মসূচীরধারা অব্যহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। বাংলাদেশে বর্তমানে পাঁচ হাজারেরও বেশি সদস্য সক্রিয়ভাবে সামাজিক উন্নয়নে কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category