স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের গোলাপ খাঁ বাড়িতে বসতঘরে অগ্নিকান্ডঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল সাড়ে ৭ টায়। অগ্নিকান্ড প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা যায়।
জানাযায়, গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। সরজমিন গিয়ে দেখা যায়, অগ্নীকান্ডে বসতঘরের ভেতরের সকল কিছু পুড়ে যায়। ঘরে থাকা গোলার ধান, পাট, খাট, বই ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে গেছে। ঘরের মালিক নজরুল ইসলাম নজু জানান, আমি প্রতি দিনের মতো দোকানে নাস্তা খাওয়ার জন্য যাই। হঠাৎ ডাক চিৎকার শুনে বাড়িতে গিয়ে দেখতে পাই আমার বসতঘরে থাকা সকল কিছু পুড়ে যায়। এতে আমার ৪ লাখ টাকার ক্ষতি হয়। আমি একজন দিন মজুর। আমি এ ক্ষতির হাত থেকে উঠতে অনেক সময় লাগবে। আমার স্কুল পড়ুয়া ছেলেদের বই খাতা গুলো ও পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, সকালে আমরা ডাক চিৎকার শুনে গিয়ে অগ্নি কান্ড দেখে নিজেরাই পানি উঠিয়ে আগুন নিবিয়ে ফেললেও ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যায়। এতে সাড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়।