মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
গাইবান্ধার সাদুল্যাপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে পিতাকে খুন করার রহস্য উৎঘাটন করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ দুপুরে পিবিআই- গাইবান্ধা’র পুলিশ সুপার এ.আর.এম আলিফ প্রেস ব্রিফিং করে গণমাধ্যম কর্মীদের জানান।
২০১৮ সালের মে মাসের ৪ তারিখে গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার বৈষ্ণবদাস গ্রামে সেকেন্দার আলী বাদশাকে গলায় গামছা পেঁছিয়ে হত্যা করা হয়। এঘটনায় বাদশা মিয়ার পুত্র প্রতিপক্ষ জাহিদুল ইসলাম প্রতিবেশি আইয়ুব আলী, রানু মিয়া সহ পাঁচজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি চলতি বছর জুন মাসে পিবিআই এর কাছে তদন্তভার আসলে হত্যা মামলাটির মূল রহস্য বের হয়ে আসে। তদন্তে পুত্র জাহিদুল ইসলাম পরিকল্পিতভাবে জামাত আলী, আব্দুল মোন্নাফ ও আব্দুল আজিজ কে সাথে নিয়ে পিতা বাদশা মিয়াকে হত্যা করে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।