মোঃ শরীফ উদ্দিন সুমন,ব্রাহ্মণপাড়া(কুমিল্লা)ঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এম.এ.চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ আনোয়ারা বেগম শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটি কর্তৃক “আলোকিত শিক্ষক সম্মাননা -২০২২” অর্জন করেছেন। এই অর্জনে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক মোসাঃ আনোয়ারা বেগমকে অভিনন্দন জানিয়েছে।
এম.এ.চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয় ইতোপূর্বে কয়েকবার জেএসসি ও এসএসসি ফলাফলে উপজেলা পর্যায়ে কয়েকবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। ২০১৫ সালে এসএসসি ফলাফলে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১ লক্ষ টাকা প্রণোদনা পুরস্কারও পেয়েছে।
প্রধান শিক্ষক বলেন যে অত্রব প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার জনাব মোঃ হারুনুর রশিদ ভুঞা এর সার্বক্ষণিক তদারকি ও ম্যানেজিং কমিটির আন্তরিক প্রচেষ্টা প্রশংসনীয়। বিশেষ করে শিক্ষক-কর্মচারীরা সকলে আন্তরিকতার সাথে দায়িত্বপালন করেন। যার ফলে অত্র প্রতিষ্ঠান সফলতার শীর্ষে পৌঁছেছে।