আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলা হাসাড়া ইউনিয়নের আলমপুর ঘাট ও আড়িয়াল বিল এলাকায় অবৈধভাবে বিলের মাটির উপরিস্তর কর্তন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
২৬সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকেভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এর অধীনে সংশ্লিষ্ট ৩ জনকে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করে মাটির ট্রলারটি বিকল করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহোযোগিতা করেন শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান ও শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল এবং শ্রীনগর থানা পুলিশ
আড়িয়াল বিলসহ শ্রীনগর উপজেলায় জনস্বার্থে মাটি কর্তন, অবৈধ ড্রেজার ও বালি ভরাটের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।