• বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জের ঢাকা মাওয়া হাইওয়ে বাসের ধাক্কায় একজন নিহত ‎বিরামপুরে শিক্ষক দিবসে বৈষম্য নামমাত্র বিশ্ব শিক্ষক দিবস পালিত গজরা ইউনিয়ন শ্রমিক দলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা রূপগঞ্জে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার, প্রাইভেটকার জব্দ আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে নাঃ ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প  নাইঃ বিএনপি নেতা আলমগীর সরকার মতলব উত্তরে জামায়াতের ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল এ দেশ একটি সম্প্রীতির দেশঃ তানভীর হুদা শ্রীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রীনগরের আড়িয়ল বিলে অবৈধভাবে মাটির উপরিস্তর কর্তন বন্ধে ভ্রাম্যমান আদালত

মতলবে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

পরীক্ষায় যারা জিপিএ-৫ পেয়েছে তারা অবশ্যই সেরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি 

Lovelu / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ইসমত বাহার: 

মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেছেন, বিগত বৎসরের তুলনায় এাবরের এসএসসি পরীক্ষা কঠিন হয়েছে। তাই রেজাল্ট তেমন ভালো হয়নি।  ভালো পরীক্ষায় যারা জিপিএ-৫ পেয়েছেন তারা অবশ্যই সেরা। এইচএসসি’র পরীক্ষার ফলাফল টা ধরে রাখা একটি বড় চ্যালেন্স। এ সময়টা জীবনের সবচেয়ে বাইটাল সময়। নতুন পরিবেশ,বাবা মাকে ছাড়া অনেক কে থাকতে হয় ভালো কলেজে ভর্তি হওয়ার কারনে। এ সময় অনেক সংকট মোকাবেলা  করতে হবে। সব কিছু মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। এইচএসসিতে ভালো ফলাফল করতে পারলে জীবনে সফলতা অর্জন করা সহজ হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর-২০২৫) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাতৃছায়া একতা সংঘ’-এর উদ্যোগে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও “শিক্ষার মানোন্নয়ন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদেরকে শুধু জিপিএ-৫ অর্জন করলেই চলবে না, বরং তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক গুণাবলী অর্জন করতে হবে। দেশপ্রেম, সততা ও নৈতিকতার মাধ্যমে আগামী দিনে নেতৃত্বে আসতে হবে। আজকের এ আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে ও মাতৃছায়া একতা সংঘের সদস্য মুদাচ্ছের হোসেন বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ, অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, সমাজসেবক মনির উদ্দিন সরকার, সাংবাদিক শামসুজ্জামান ডলার ও গোলাম নবী খোকন, সংগঠক ও রাজনীতিবিদ ইসমাইল হোসেন সুমন, সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, অভিভাবক সার্জেন্ট (অব.) শহিদুল হক এবং কৃতি শিক্ষার্থী মরিয়ম আক্তার ও ভূইয়া মো. সাঈদ আলম সাকিব। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সদস্য হাসিনা আক্তার রুনা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইসমাইল হোসেন।আলোচনা শেষে উপস্থিত অতিথিদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয় এবং ৩জন হতদরিদ্র পরিবারের মাঝে চারটি ছাগল বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category