ইসমত বাহার:
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগানকে সামনে রেখে এবং গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় মতলব উত্তর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর উদ্যোগে বুধবার (১৩ আগস্ট-২০২৫) উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে ৪ টি মাধ্যমিক স্কুলকে নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার নাউরি আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন আর সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় দল রানার্স-আপ হয়েছে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে নাউরি আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় বিতর্ক দলের দলনেতা সামিয়া আফরিন ।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার এর সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি ।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক তাপছির বিল্লাহ, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন দুর্নীতি দমন কমিশন চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক তাপছির বিল্লাহ, সরকারি পরিদর্শক অভিজিৎ দে এবং সহকারী অধ্যাপক ও বাংলাদেশ আর্কাইভ এর তালিকাভুক্ত গবেষক কামরুজ্জামান শিকদার। আর মর্ডারেট হিসেবে ছিলেন চাঁদপুর জেলার একাধিকবারের শ্রেষ্ঠ বিতার্কিক প্রভাষক রুবেল হোসেন।
অতিথিবৃন্দ এ বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ দল এবং শ্রেষ্ঠ বক্তার মাঝে দুদক এর লোগো সম্বলিত ক্রেস্ট, সনদপত্র ও বই বিতরণ করেন।
উল্লেখ্য, মতলব উত্তর উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এ দুইটি গ্রুপে উপজেলার ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছেঃ সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়, চরকালিয়া উচ্চ বিদ্যালয়, জীবগাঁও জেনারেল হক স্কুল এন্ড কলেজ এবং নাউরী আহমদীয়া উচ্চ বিদ্যালয়।
প্রধান অতিথি ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, দুর্নীতি রোধে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধরনের আয়োজন তাদের মধ্যে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করবে।
তিনি আরো বলেন,বিতর্ক হচ্ছে তর্কের খেলা। একটি নির্ধারিত বিষয়ের পক্ষে-বিপক্ষে নিজের যুক্তি উপস্থাপনের মাধ্যমে নিজের বক্তব্যকে প্রতিষ্ঠিত করাই বিতর্কের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে যুক্তির আয়নার নিজের ভাবনাগুলোকে প্রতিফলিত করা যায়। এর ফলে বাড়ে চিন্তার পরিধি, জ্ঞান আর প্রতিপক্ষের প্রতি সম্মান। একটি বিষয়কে বৃত্তের বাইরে গিয়ে কীভাবে আর কতভাবে ভাবা যায়, তা একজন বিতার্কিকের থেকে ভালো কেউ বলতে পারবে না।
তিনি আরো বলেন, ‘বিতার্কিকদের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাড়তি পড়াশোনা করা লাগে। সাধারণ শিক্ষার্থীদের চাইতে একারণে বিতার্কিকরা জ্ঞান অর্জনের দিক থেকে এগিয়ে থাকেন। বিতর্ক চর্চায় শিক্ষার্থীদের আরো বেশি উদ্বুদ্ধ করার জন্য আমরা কাজ করবো। আমাদের শিক্ষার্থীরা উপজেলার গন্ডি ফেরিয়ে জাতীয় পর্যায়ে যাবে, আমরা শিক্ষার্থীদেরকে এমনভাবে গড়ে তোলার চেষ্টা করবো।
দুদকের উপ-সহকারী পরিচালক তাপছির বিল্লাহ বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে তরুণ সমাজ দুর্নীতি বিরোধী চেতনায় গড়ে ওঠে।