• বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জের ঢাকা মাওয়া হাইওয়ে বাসের ধাক্কায় একজন নিহত ‎বিরামপুরে শিক্ষক দিবসে বৈষম্য নামমাত্র বিশ্ব শিক্ষক দিবস পালিত গজরা ইউনিয়ন শ্রমিক দলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা রূপগঞ্জে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার, প্রাইভেটকার জব্দ আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে নাঃ ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প  নাইঃ বিএনপি নেতা আলমগীর সরকার মতলব উত্তরে জামায়াতের ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল এ দেশ একটি সম্প্রীতির দেশঃ তানভীর হুদা শ্রীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রীনগরের আড়িয়ল বিলে অবৈধভাবে মাটির উপরিস্তর কর্তন বন্ধে ভ্রাম্যমান আদালত

নিষেধাজ্ঞার সময়ে ১শ'৮০টি অভিযান, ১৭ জেলেকে জেল-জরিমান

মতলবের মেঘনায় মাছ ধরতে জেলেরা আজ নামছেন

Lovelu / ১৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

ইসমত বাহার : 

দু’মাস নিষেধাজ্ঞার পর আজ বৃহস্পতিবার (১ মে-২০২৫) জেলেরা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মাছ ধরতে নেমেছেন। মার্চ -এপ্রিল দু’মাস  মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল। 

 

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ১মে থেকে  জেলেরা নদীতে জাটকা ছাড়া সব ধরণের মাছ ধরতে পারবেন বলে জানিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ। মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানিয়েছেন,জাটকা ধরার নিষেধাজ্ঞা আগামী জুন পর্যন্ত বহাল থাকবে। এ ছাড়া মেঘনায় অবৈধ কারেন্ট জালের ব্যবহারও নিষিদ্ধ থাকছে।

 

মতলব উত্তর উপজেলা মৎস্য অফিস জানান,অভয়াশ্রম ও জাটকা রক্ষা কার্যক্রমের আওতায় ১’শ ৮০ টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ লক্ষ মিটার কারেন্ট জাল, ২০০টি বেহুদি ও অন্যান্য জাল, ৭টি নৌকা  ও ১৭ টন মাছ জব্দ করা হয়। ১১টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে   ৫ জেলেকে কারাদণ্ড ও ১২ জেলেকে ৩২হাজার টাকা জরিমানা করা হয়।

 

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট জেলেরা। ষাটনল এলাকার জেলে রিপন বর্মণ ও ফুলচান বর্মণ বলেন, মাছ ধরায় নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। আর্থিক সমস্যায় গত দুই মাস খুব কষ্টে কেটেছে। আজ থেকে তাঁরা আবার মেঘনায় মাছ ধরা শুরু করবেন।

 

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন,৩০ এপ্রিল রাত বারটার পরই জেলেরা নামবে নদীতে।  জাটকা, গুড়া ও পোনা মাছ ধরা  সব সময়ই মৎস্য আইনে নিষেধ আছে। নিষেধাজ্ঞা চলাকালে জাটকা রক্ষা কর্মসূচির আওতায় প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। চলতি বছরের মে মাস পর্যন্ত তাঁরা এ সহায়তা পাবেন।

 

উপজেলা  নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, অভয়াশ্রম ও জাটকা রক্ষা কার্যক্রম সফল ভাবে শেষ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আশা করি এর সুফল জেলেরা পাবেন। সরকারের নিয়ম গুলো মেনে চলার আহবান রহিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category