• বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জের ঢাকা মাওয়া হাইওয়ে বাসের ধাক্কায় একজন নিহত ‎বিরামপুরে শিক্ষক দিবসে বৈষম্য নামমাত্র বিশ্ব শিক্ষক দিবস পালিত গজরা ইউনিয়ন শ্রমিক দলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা রূপগঞ্জে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার, প্রাইভেটকার জব্দ আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে নাঃ ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প  নাইঃ বিএনপি নেতা আলমগীর সরকার মতলব উত্তরে জামায়াতের ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল এ দেশ একটি সম্প্রীতির দেশঃ তানভীর হুদা শ্রীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রীনগরের আড়িয়ল বিলে অবৈধভাবে মাটির উপরিস্তর কর্তন বন্ধে ভ্রাম্যমান আদালত

শ্রীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Lovelu / ৫১ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

আব্দুল মান্নান সিদ্দিকী

বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীনগর উপজেলা শাখার উদ্যোগে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল সাড়ে ৪টায় শ্রীনগর আল মদিনা মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাব, ডাকবাংলো, স্টেডিয়াম, চকবাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীনগর বাজারে গিয়ে সমাবেশে শেষ হয়।

নেতৃত্ব ও সঞ্চালনা মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীনগর উপজেলা আমীর টিএম বেলাল হোসেন। সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মীর নূর জামাল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক একেএম ফখরুদ্দিন রাজি(এমপি পদপ্রার্থী) মুন্সীগঞ্জ-১। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খিজির আ ছালাম। শুরা সদস্য ডাঃ এম এ লতিফ হাওলাদার। মিডিয়া বিভাগ পশ্চিম এর সভাপতি সাংবাদিক জাকির লস্কর।

আরোও উপস্থিত ছিলেন হাঁসাড়া সভাপতি নুর আলম, বীরতারা ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস আলী লস্কর, রাড়িখাল ইউনিয়নে সাধারণ সম্পাদক আবু সুফিয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, শ্রমজীবী, কৃষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়ন জরুরি।

দাবিগুলো হলো—১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।
২. জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত। ৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা। বক্তারা আরও বলেন, “জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category