আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা বাঘড়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবু আল নাসের তানজিল। সর্ব কনিষ্ঠ হওয়ায় নির্বাচন করা তার জন্য চ্যালেঞ্জ ছিল। তিনি বিজয়ের মাধ্যমে সেই চ্যালেঞ্জ অতিক্রম করে মাত্র ৩০বছর বয়সে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তারুণ্যের প্রতীক নবনির্বাচিত চেয়ারম্যানআবু আল নাসের তানজিল জানুয়ারি ২০২২সালের শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন।
তিনি জানান, অল্প বয়সেই ইউপি প্রতিনিধিত্ব করা বেশ কঠিন ছিল ।তার চাচাসাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মৃত্যুর পর। তিনি প্রার্থী হলে তাকে নিয়ে সমালোচনা হয়। তার বংশের সম্মান রক্ষা কঠিন হয়ে পড়ে। এটা তার জন্য একটি বাড়তি চাপ ছিল। তবে জনগণের সহযোগিতা ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ায়। দায়িত্ব গ্রহণের পর উন্নয়ন মূলক কাজ করায় যারা তার সমালোচনা করতেন তাঁরা ও এখন তার প্রশংসা করছেন।
তিনি একজন সুশিক্ষিত ও আইনজীবী চেয়ারম্যান তার তারুণ্যকে কাজে লাগিয়ে উদ্যোক্তা সৃষ্টি ও মেধা যাচাইয়ের বিশেষ ভূমিকা রাখবেন বলে জানান এলাকা তরুণসমাজ ।