• বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জের ঢাকা মাওয়া হাইওয়ে বাসের ধাক্কায় একজন নিহত ‎বিরামপুরে শিক্ষক দিবসে বৈষম্য নামমাত্র বিশ্ব শিক্ষক দিবস পালিত গজরা ইউনিয়ন শ্রমিক দলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা রূপগঞ্জে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার, প্রাইভেটকার জব্দ আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে নাঃ ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প  নাইঃ বিএনপি নেতা আলমগীর সরকার মতলব উত্তরে জামায়াতের ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল এ দেশ একটি সম্প্রীতির দেশঃ তানভীর হুদা শ্রীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রীনগরের আড়িয়ল বিলে অবৈধভাবে মাটির উপরিস্তর কর্তন বন্ধে ভ্রাম্যমান আদালত

মতলব উত্তরে হানিরপাড় মিনি ফুটবল টুনামেন্ট

মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প  নাইঃ বিএনপি নেতা আলমগীর সরকার

Lovelu / ২২ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হানিরপাড় মিনি ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৬ সেপ্টেম্বর-২০২৫) হানির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার উদ্বোধক করেন সহকারী কমিশনার (ভূমি)রহমত উল্লাহ। 

 

প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণত সম্পাদক আলমগীর সরকার।

 

প্রধান আলোচক ৬নং কলাকান্দা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান।

 

কলাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন মোল্লার

সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগরের পরিচালনায়,বিশেষ অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সহ সভাপতি এস এম জাহাঙ্গীর আলম সহ সভাপতি, ছেংগারচর পৌর বিএনপির জাহাঙ্গীর আলম প্রধান,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খায়রুল হাসান বেনু ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জল ফরাজী।

 

প্রধান অতিথি আলমগীর সরকার বলেন, বর্তমান যুগে খেলাধুলার খুব বেশি প্রয়োজন। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে অন্যন্য ভূমিকা রাখে। ফুটবল বা ক্রিকেট আয়োজন থাকলে যুবসমাজ মধ্যে ভালো সংস্কৃতি ফিরে আসবে। মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প  নাই।যুবসমাজ সামাজিক অপরাধে জড়িত হবে না।

 

তিনি আরও বলেন, নিয়মিত খেলাধুলা অনুশীলন করলে খেলোয়াড় তৈরি হবে। কারণ ভালো খেলোয়াড় গ্রাম পর্যায় থেকেই তৈরি হয়। গ্রাম থেকে ওঠে আসা খেলোয়াড়েরা জাতীয় পর্যায়ে খেলে থাকে।

 

তিনি বলেন,বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এ ধরনের খেলাধুলার আয়োজন হয়নি। তরুণ প্রজন্ম খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেনি। আমরা চাই খেলাধুলা প্রতিটা পারা-মহল্লায় ছড়িয়ে পড়ুক। এতে করে যুবসমাজ সঠিকভাবে বিকশিত হবে।

হানিরপাড় মিনি ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলায় ট্রাইবেকারে নয়াবাড়ি স্পোর্টিং ক্লাব ৩-২ গোলে পূর্ব হানির একাদশ পরাজিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category