• বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জের ঢাকা মাওয়া হাইওয়ে বাসের ধাক্কায় একজন নিহত ‎বিরামপুরে শিক্ষক দিবসে বৈষম্য নামমাত্র বিশ্ব শিক্ষক দিবস পালিত গজরা ইউনিয়ন শ্রমিক দলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা রূপগঞ্জে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার, প্রাইভেটকার জব্দ আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে নাঃ ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প  নাইঃ বিএনপি নেতা আলমগীর সরকার মতলব উত্তরে জামায়াতের ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল এ দেশ একটি সম্প্রীতির দেশঃ তানভীর হুদা শ্রীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রীনগরের আড়িয়ল বিলে অবৈধভাবে মাটির উপরিস্তর কর্তন বন্ধে ভ্রাম্যমান আদালত

মতলব উত্তরে বন্ধুমহলের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

পৃথিবীর সামনে এ গণহত্যার বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ—– আতাউর রহমান ঢালী 

Lovelu / ১০৪ Time View
Update : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

মাহবুব আলম লাভলু :

 

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে, তা এক কথায় কল্পনাতীত। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ চায় এ গণহত্যার বিচার হোক। অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে এ গণহত্যার বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। পৃথিবীর সামনে এ গণহত্যার বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ।

 

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালিপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে বন্ধুমহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে তিনি  এসব কথা বলেন।

 

আতাউর রহমান ঢালী আরো বলেন, ২৪ সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি বিজয় অর্জন করেছি। ছাত্র জনতার ঐক্যকে বিনষ্ট করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশে দখলদারিত্ব চলবে না। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে দখলদারিত্ব চলছে, আমরা স্পষ্টভাবে বলছি এসব দখলদারিদের বিরুদ্ধে আমাদের অবস্থান।

 

তিনি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে সারা দেশে খেলাধুলার সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে। বিএনপি যারা করেন তারা সবাই ক্রীড়াপ্রেমী।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী।

টুর্ণামেন্টে ফাইনাল খেলায় ইমামপুর ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে লালপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

টুর্ণামেন্ট উদ্বোধন করেন, আরিফুল ইসলাম বাবু।

কালিপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বশিরুল হক বাচ্চু মিয়াজী।

 

বিশেষ অতিথির বক্তৃতা দেন, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য এডভোকেট মফিজুল ইসলাম সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মুন্সীগঞ্জ জেলার সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলাম জসিম, বিশিষ্ট সমাজসেবক ছমির আলী প্রধান, লিয়াকত আলী চৌধুরী খোকন, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহজালাল প্রধান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক পরিচালক কৃষিবিদ আহমেদ ইকবাল চৌধুরী, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ শাহ আলম ভূঁইয়া, স্টার এক্স গ্ৰুপের চেয়ারম্যান বশির আহমেদ লিটন, বন্ধুমহলের সমন্বয়ক সজীব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category