নিজস্ব প্রতিবেদক :
মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের গজরা ইউনিয়ন শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। ২ অক্টোবর উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে আহ্বায়ক পদে মোঃ ফিরোজ আলম প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নান্নু মিয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ আলী হোসেন দেওয়ান, মোঃ রিপন প্রধান, মোঃ রুবেল দেওয়ান, মোঃ জসিম প্রধান, মোঃ জসিম প্রধান, মোঃ সুরুজ প্রধান, মোঃ হারিছ প্রধান, সদস্য সচিব মোঃ কারুল ইসলাম বাচ্চু, সদস্য মোঃ সালাউদ্দিন, মোঃ আল আমিন, মোঃ সফিক প্রধান, মোঃ সালাহ উদ্দিন, মোঃ জহির প্রধান, মোঃ আরিফ হোসেন, মোঃ ইমাম হোসেন খান, মোঃ ফরহাদ হোসেন, মোঃ রিয়াদ প্রধান, মোঃ বাবু বেপারী, মোঃ মোস্তফা প্রধান, মোঃ আবুল কাশেম প্রধান।
আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে উপজেলা দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।