• সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন
Headline
জেলায় টানা চারবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সালেহ আহমেদ শাপলা কাব অ্যাওয়ার্ড পেল সাংবাদিক কন্যা আফিফা আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে: তানভীর হুদা  আশার আলো অর্গানাইজেশনের সভা অনুষ্ঠিত শ্রীনগরে  ইসকন নিষিদ্ধ ও সাইফুলের হত্যাকারীর ফাঁসির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল এদেশকে নিয়ে ষড়যন্ত্র করবেন না- ডাঃ জাহিদ  সাবেক মন্ত্রী নুরুল হুদার স্মরণে মতলব উত্তরে শ্রমিক দলের সভা বিরামপুর হানাদার মুক্ত দিবস অনুষ্ঠিত বিপ্লবের মাধ্যমে শহীদরা একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছেঃ জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের খালাসে ছেংগারচর মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল 

হাজীগঞ্জে শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি পেলো হাজীগঞ্জ ডিগ্রি কলেজ

Lovelu / ১৪৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

হাজীগঞ্জ প্রতিনিধিঃ

হাজীগঞ্জে কলেজ পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে পৌরসভাধীন হাজীগঞ্জ ডিগ্রি কলেজ এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের স্বীকৃতি পেয়েছেন অত্র কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ।

২০২২ইং সালের জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গত ১৯ মে (বৃহস্পতিবার) এ শিক্ষা প্রতিষ্ঠানকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের অধ্যক্ষকে প্রতিষ্ঠান প্রধানের স্বীকৃতি দেয়া হয়।
এ দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে হামদ ও নাত, জারিগান, একক বিতর্ক ও বাংলা রচনায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

এর মধ্যে হামদ ও নাতে শিক্ষার্থী মাহি আক্তার, জারিগানে রাকিবুল হাসান ও তার দল, একক বিতর্কে রঞ্জিতা পাল এবং বাংলা রচনায় রাইহাতুল জান্নাত শ্রেষ্ঠত্ব অর্জন করে। উল্লেখ্য, উপজেলা পর্যায়ে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, এইচএসসি, এইচএসসি ভোকেশনাল, বিএ, বিএসএস ও বিএসসি পরীায় পাশের ক্ষেত্রে ধারাবাহিকভাবে শতভাগ কৃতিত্ব দেখিয়ে আসছে।

এক প্রতিক্রিয়ায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহম্মদ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি কলেজের পরিবেশ, পড়ালেখার মান ও ফলাফলে ভবিষ্যতেও যেন এ শ্রেষ্ঠত্বে ধারা অব্যাহৃত থাকে, এ জন্য পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category