মোঃ শহীদ হাসান,সাতক্ষীরাঃ
সাতক্ষীরার রসুলপুর যুব সমিতি ও ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে সাফ জয়ী জাতীয় মহিলা ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা পারভিন কে সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় সাতক্ষীরার গর্ব মাসুরা পারভিনের হাতে রসুলপুর যুব সমিতি ও ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথকভাবে ক্রেস্ট তুলে দেওয়ার হয়।
সোমবার বিকেল ৪টায় রসুলপুর যুব সমিতির ফুটবল মাঠে ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক মোঃ লিয়াকত হোসেন অরুণ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব সমিতির সভাপতি মেহেদি হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, রসুলপুর যুব সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অহিদুর রহমান বন্দে, ময়নুর আরেফিন মনি, রসুলপুর যুব সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান,,ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানের সদস্য আব্দুর রহমান বাবু।
সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।