মোঃ শহীদ হাসানঃ
সাতক্ষীরায় সরকারি খাস জমিতে বসবাসকারী পিছিয়ে পড়া জনগোষ্ঠী কায়পুত্র সম্প্রদায়ের পূর্নবাসনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার আলীপুর বল্ডফিল্ডের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দক্ষিণ আলীপুর মন্ডলপাড়া আদিবাসী সম্প্রদায়ের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন নিমাই মন্ডল।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত , জেলা গণফোরামের সাধারণ সম্পাদক আলী নুর খান বাবুল, সাংবাদিক রঘুনাথ খাঁ, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কাওছার আলী, আব্দুস সামাদ, শ্যামল দত্ত, সাতক্ষীরা মহিলা পরিষদের চেয়ারম্যান জোৎস্না দত্ত, গৌরপদ দাশ, কায়পুত্র সম্প্রদায়ের ধীরেন্দ্র মন্ডল, চায়না দাসী, কমল মন্ডল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলন, বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে কায়পুত্র সম্প্রদায় একটি ক্ষুদ্র সম্প্রদায়। তাদের কিছু মানুষ সাতক্ষীরা সদরের আলীপুর বল্ডফিল্ড সংলগ্ন রাস্তার ধারে খাস জমিতে ১৯৬৫ সাল থেকে ঝুপড়ি ঘরের মধ্যে বসবাস করে আসছে। সেখানে প্রায় ৪৫টি পরিবার রয়েছে। সম্প্রতি সাতক্ষীরায় সড়ক উন্নয়নের জন্য তাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে।
বক্তারা জোর দাবি দিয়ে বলেন, পূর্নবাসন ছাড়া তাদের কোন ভাবেই উচ্ছেদ করা যাবে না। প্রয়োজনে তারা নিজেদের বাসস্থানের দাবিতে শরীরে রক্ত ঢেলে দেবে। আগে তাদের পূর্নবাসনের নিশ্চয়তা দিতে হবে তারপর উচ্ছেদ করতে হবে। পুর্নবাসনের প্রতিশ্রুতি দেওয়া না হলে তারা রাজপথ ছাড়বে না বলে হুশিয়ারি দেন বক্তারা।