নিজস্ব প্রতিবেদকঃ
আলহাজ্ব এ্যাড. নুরুল আমিন রুহুল এমপি বলেছেন,জাতির পিতার ক্ষুধা, দারিদ্র ও শোষণমুক্ত দেশ গড়তে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সাংবাদিকদের লেখার মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড আরো প্রসারিত হবে। রোববার(৬ ফেব্রুয়ারী) ১১টায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার পৌর বণিক সমিতির কার্যালয়ে মতলবে যুগান্তর পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,জনগণের মুখপত্র যুগান্তর পত্রিকাটি গণমানুষের প্রিয় এবং উন্নয়নের মূলধারায় দেশের শীর্ষস্থানীয় পত্রিকা হয়ে উঠেছে। দেশ গঠনে আগামীতে আরও সাহসী ভূমিকা পালন করে জনগণের কল্যাণে কাজ করবে।
যুগান্তর প্রতিনিধি ফারুক হোসেনের সভাপতিত্বে এবং দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) হেদায়ত উল্লা, থানা অফিসার ইনচার্জ মো. শাহাজান কামাল, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শহিদুল্লা মাস্টার, ইত্তেফাক প্রতিনিধি শামসুজ্জামান ডলার।
এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক রতন ফরাজি, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এড মহাসিন মিয়া মানিক, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লা দর্জি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, বণিক সমিতির সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ফরাজি, সাবেক সভাপতি মোবারক মুফ্তি, সাবেক প্যানেল মেয়র আবু জাফর সরকার ডালিম,পৌর যুবলীগের সভাপতি আবুল হোসেন ফরাজি, সাংগঠনিক সম্পাদক জামান সরকার, সাবেক কমিশনার মজিবুর রহমান, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মতলব উত্তর উপজেলা সভাপতি আব্দুল লতিফ মিয়াজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী খোকন, শহিদুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, দৈনিক নয়াদিগন্ত মতলব প্রতিনিধি শেখ ওমর ফারুক, সাংবাদিক শফিকুল ইসলাম রানা, সাংবাদিক সাজ্জাদ হোসেন, সাংবাদিক সুমন আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা যুগান্তরে প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের স্মৃতিময় বর্ণাঢ্য জীবনের নানাদিক তুলে ধরেন।