• রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন
Headline
মুষলধারে বৃষ্টিতে শ্রীনগরে রাস্তাঘাট বসতবাড়ি ফসলি জমি পানিতে তলিয়ে  কুমিল্লায় ৯৩টি দুর্গাপূজা মন্ডপের কমিটির নেতৃবৃন্দর হাতে বিএনপির উপহার প্রদান বিরামপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় ডাঃ জাহিদ বাচার আকুতি ব্লাড ক্যান্সার আক্রান্ত ফয়সালের মতলব উত্তর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস’সহ ২০৬ জনকে আসামী করে মামলা গণঅধিকার পরিষদ (জিওপি), চাঁদপুর জেলা কার্যালয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবস – ২০২৪ মুন্সীগঞ্জের শ্রীনগরে মহানবী (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদ বিক্ষোভ মিছিল বিরামপুরে সাংবাদিকের সাথে মতবিনিময় করেছে জামায়াতে ইসলামী মতলব উত্তরে ঘনিয়ারপাড় মোল্লা পরিবার ফাউন্ডেশনের ১ম বর্ষ পূর্তি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

মতলব উত্তরে শেখ রাসেল দিবস পালিত

ষড়যন্ত্র মোকাবেলা করতে সকলকে সচেতন থাকতে হবে…. এম এ কুদ্দুস

Lovelu / ১১৯ Time View
Update : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

শেখ রাসেল নির্ভরতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় শেখ রাসেল দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৮ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আওরঙ্গজেব, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোহাম্মদ রিপন হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফারুক আলম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. সাইফুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মো. শাহজাহান, সাংবাদিক ইসমাইল খান টিটু, লুধুয়া হাইস্কুল এণ্ড কলেজের শিক্ষক মোহাম্মদ জানেবুল, পাঁচানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিহাব, লুধুয়া হাইস্কুল এণ্ড কলেজের শিক্ষার্থী লামিয়া আক্তার।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে যে ষড়যন্ত্রের কথা বলেছিলেন, তাঁরই অংশ হিসেবে এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সকলকে সচেতন থাকতে হবে।
তিনি আরো বলেন, শেখ রাসেল বন্ধুবৎসল, প্রাণচাঞ্চল্যে ভরপুর এক শিশু ছিলেন। তাঁর মতো এ রকম ঘৃণিত হত্যার শিকার যেন কেউ না হয়। পৃথিবীর সব শিশু যেন নিরাপদে বেড়ে ওঠে। রাসেল দিবসে শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিবাদ করার শক্তি ও সাহস যোগাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে দূরদর্শিতা নিয়ে কাজ করছেন, তা বাস্তবায়নের জন্য এদেশের লক্ষ্য লক্ষ্য রাসেলকে একযোগে কাজ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা করা সম্ভব হবে বলে জানান

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category