আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সিগঞ্জ থেকেঃ
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাঘড়া পদ্মা নদীর চর মনমুগ্ধকর দৃশ্য পর্যটন শিল্পের সম্ভাবনারই ইঙ্গিত।পদ্মা নদীর পাড়ে সবুজে ঘেরা ও মন মুগ্ধ দৃশ্য দেখতে শীতকাল সহ সারা বছর ভ্রমণ পিপাসু মানুষ পরিবার-পরিজন নিয়ে এখানে বেড়াতে আসেন।
শীতের আগমনে ছুটি ও বিশেষ দিবসে ভ্রমণ পিপাসুদের সংখ্যা বাড়তে থাকে ।শীতকালে অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠে এলাকার পরিবেশ। সূর্য উদয় ও সূর্য অস্ত নয়নাভিরাম দৃশ্য পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। এ এলাকায় পর্যটকদের থাকা ও খাবার জন্য নেই কোনো ভালো হোটেল ও রেস্তোরাঁ।এখানে সুন্দরভাবে একটি পর্যটনকেন্দ্র গড়ে উঠলে সরকারের রাজস্ব আয় হবে। এলাকা হবে উন্নত।
এ ব্যাপারে বাঘরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আল নাসের তানজিল জানান। এলাকার স্থাপনাগুলো মনোরম ভাবে সাজানো ও রক্ষণাবেক্ষণ করা হয়নি। পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে পারলে এখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে।