আব্দুল মান্নান সিদ্দিকীঃ
সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জ জেলায় শ্রীনগরে প্রচন্ডকুয়াশা শৈতপ্রবাহ ও শীত প্রবাহিত হচ্ছে।মানুষ শীত নিবারণেবিভিন্ন প্রকার শীত নিবারণের পোশাক পড়ছেন।হত দরিদ্র তা থেকে পিছিয়ে নেই।শ্রীনগর চকবাজার ওভার ব্রিজের ফুটপাতে জমে উঠেছে শীতকালীন পোশাকের ব্যবসা সেখানে ক্রেতাদের ভিড় বেড়েই চলছে ।
শীতকালীন পোশাক বিক্রেতা আনোয়ার জানান,তার দোকানের ছোটদের শীতকালীন পোশাকও বড়দের পোশাক পাওয়া যাচ্ছে।দাম ও কম, শীত পড়াতে বিক্রয় বেড়েছে।
ক্রেতা আখলিমা এ প্রতিনিধিকে জানান,প্রচন্ড শীত পড়ায়
তিনি হাত ওপায়ের দুই জোড়া মোজা মাত্র ৪০ টাকায় ক্রয় করেছেন।
ক্রেতা আমিন এ প্রতিনিধিকে জানান, মাত্র ২৫০ টাকা দিয়ে তিনি একটি জ্যাকেট কিনেছেন যা দিয়ে তার এবছর শীত নিবারণ সম্ভব।
ফুটপাতে কম দামে শীতকালীন পোশাক সহ অন্যান্য পোশাক পাওয়া যায় বলে ভিড় বেশি জানালেন আব্দুর রহিম
নামের একজন ক্রেতা।