আব্দুল মান্নান সিদ্দিকীঃ
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুনের সাথে শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের (২০২৩-২০২৪) মেয়াদের সদ্য নব নির্বাচিত কমিটির সাদস্যগন সভাপতি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে ১৮ই জানুয়ারী দুপুর ১টার সময় উপজেলা পরিষদ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের আল -আমিন শেখ (সিনিয়র সহ-সভাপতি) দৈনিক আমার বার্তা, মোঃ মোফাজ্জল হোসেন (সাধারণ সম্পাদক)দৈনিক নতুন দিন, শেখ আছলাম (যুগ্ম-সাধারণ সম্পাদক) দৈনিক ভোরের দর্পণ, মোঃ জাকির লস্কর(সাংগঠনিক সম্পাদক) দৈনিক সংবাদ সারাবেলা, মোজাম্মেল হোসেন পলাশ (আইন বিষয়ক সম্পাদক) দৈনিক আজকের বসুন্ধরা, আমিনুল ইসলাম (ক্রীড়া সম্পাদক) অপরাধ চিত্র, আব্দুল মান্নান সিদ্দিকী (কার্যকরী সদস্য) দৈনিক চাঁদপুর কন্ঠও নবধারা news24.com , সাংবাদিক ইউসুফ হোসেন সহ প্রমুখ।