আবদুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা বীরতারা ইউনিয়নের নিমতলী গ্রামের রবিজদ্দিন লস্করের স্ত্রীওসাংবাদিক জাকির লস্করের চাচি ২৩ডিসেম্বর দুপুরে ঢাকায় মৃত্যু বরণ করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাগরিব বাদ ঢাকা শহিদ নগর প্রথম জানাজা এবং বাদ এশা তার বাবার বাড়ি কেয়াটখালী গ্রামে ২য় জানাজা শেষে কেয়াটখালী গ্রামে দাফন করা হয়।
উক্ত জানাজা নামাজ ও দাফনে এলাকার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
সাংবাদিক জাকির লস্করের চাচির ইন্তেকালে
শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ হতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করে,শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে
মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।