আব্দুল মান্নান সিদ্দিকঃ
২৭শে সেপ্টেম্বর সকাল ১১ টার সময়মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর ঢাকা-মাওয়া বেজগাওএক্সপ্রেস ওয়ে ছন বাড়ি বাস স্ট্যান্ড এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অজ্ঞাত গাড়িচালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পথচারী অজ্ঞাত নারীকে পিছন দিকে ধাক্কা দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থলে নিহত হন।
দুর্ঘটনা সংবাদ পেয়ে ঘটনাস্থলেএসে ফায়ার সার্ভিস পথচারী নারীর লাশ উদ্ধার করে।
হাসারা হাইওয়ে থানা ওসি মোল্লা জাকির বলেন, ঘটনাস্থল হতেঅজ্ঞাত পথচারী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত পথচারীনারীর পরিচয় যায়নি। তার পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে।