আব্দুল মান্নান সিদ্দিকীঃ
বিপুল উৎসাহ-উদ্দীপনা আনন্দঘন পরিবেশে পালিত হচ্ছে, সনাতন ধর্মাম্বলীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। এ উৎসবে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি,বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিশু, কিশোর,যুব ও বয়োবৃদ্ধসর্বশ্রস্তরের জনগণের উপস্থিতি লক্ষণীয়।
শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মামুন শ্রীনগর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ গুলো ঘুরে ঘুরে দেখেন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পূজামণ্ডপগুলোতেপুরোহিত গন গীতা পাঠ, অঞ্জলি দান,প্রার্থনা সহ ধর্মীয় কার্যাবলী চালিয়ে যাচ্ছেন।
এই সময় ঢাক-ঢোলবাজিয়ে,উলুধ্বনি মাধ্যমে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হচ্ছে।
পূজা উপলক্ষে পূজামণ্ডপের চারিদিকে অস্থায়ীভাবে বসেছে বিভিন্ন প্রকার দোকান। এসবদোকানে শিশুদের খেলাধুলার সামগ্রী সহ বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী পাওয়া যাচ্ছে। শিশু-কিশোর,বয়োবৃদ্ধ, নরনারীগণ এসব দোকানগুলো ঘুরে ঘুরে দেখছেন এবং,পছন্দের সামগ্রী কিনছেন।
এবছর শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে ৮০ টিপূজামণ্ডপে উৎসাহ-উদ্দীপনায়পূজা অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিটি মণ্ডপে আইন-শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্ব রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনী,পূজা উদযাপন কমিটির সদস্য ওব্যবহার হচ্ছে সিসি ক্যামেরা।