আব্দুল মান্নান সিদ্দিকীঃ
শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্রশহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তমজন্মবার্ষিকী পালিত হয়েছে।
সকাল ৯টায় উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, মুক্তিযুদ্ধা সংসদ,আওয়ামী লীগ,সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আদনান শাকিল,উপজেলা কৃষি কর্মকর্তা সান্তনা রানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আশ্রাফী,প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর বাসক প্রমূখ।