আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মধ্য কামারগাও মরহুম আব্দুল লতিফ খানের দ্বিতীয় পুত্রমরহুম সাইফুল ইসলাম বুলবুল খানেরপ্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাগড়া তালুকদার বাড়ি জামে মসজিদে ১৩ জানুয়ারি বাদ জুমাদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলটি পরিচালনা করেন উক্ত মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানাআবু সাঈদ।
মরহুম সাইফুল ইসলাম বুলবুল খান গত বছর ৫ জানুয়ারি ২০২২ আমেরিকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।এদিন তার প্রথম জানাজায় আমেরিকায় bocleon শহরে অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০০০ প্রবাসী অংশগ্রহণ করে ১০ই জানুয়ারি তার মরদেহ দেশের বাড়িতে পৌঁছলে ১১ জানুয়ারি তারিখে জানাজার শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি একজন দানশীল ব্যক্তি হিসেবে সকলের কাছে সুপরিচিত ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্রপুত্র সন্তান রেখে গেছেন।
তিনি আশির দশকে ছাত্রকালীন অবস্থায় প্রথমে পশ্চিম জার্মান পরে আমেরিকায় গমনকরেন, মরহুম সাইফুল ইসলাম বুলবুল খান। সংবাদদাতা আব্দুল মান্নান সিদ্দিকীর খালাতো ভাই।