আবদুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে প্রাইভেটকারে ও মোটর সাইকেল সংঘর্ষে মোঃ আল আমিন নামে (৪০) একজন গুরুতর আহত হয়েছে।
২৯ জুন বিকেল ৫টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের রুশদী হাই স্কুলের সামনে শ্রীনগর নওপাড়া পাকার রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহত মোঃ আল আমিনকে উদ্ধার করে চিকিৎসার দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশংকাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করেন।
আহত মোঃ আল আমিন উপজেলার আটপাড়া ইউনিয়নের কল্লিগাঁও গ্রামের মোঃ শফিউদ্দিনের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে কিন্তু অবস্থা ভালো না। তার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ করেছি।