আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৭ মে সকাল দশটায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে শেষে এক বর্ণাঢ্য র্যালী আয়োজন করা হয়। র্যালীটি শ্রীনগর সদরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে।
র্যালীটি নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূঁইয়া,সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস জীবন,যুবলীগ সভাপতি ফিরোজ আল মামুন,সাধারণ সম্পাদক আহসান উল্লাহ সুজন। যুগ্ন সম্পাদক আলাউদ্দিন শিকদারসুমন,, স্বেচ্ছাসেবক লীগ সভাপতিজহিরুল ইসলাম নিশাত শিকদার উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু প্রমুখ।