আব্দুল মান্নান সিদ্দিকীঃ
দীর্ঘ এক সপ্তাহ শৈতপ্রবাহ,শীত ও কুয়াশার জনজীবনের দুর্ভোগ শেষে,৮ই জানুয়ারি দুপুরেএকটু রোদের ঝিলিক দেখা দিলে জনগণের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে।বিশেষ করে যে গৃহে ছোট শিশু রয়েছে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
ইতি আক্তার এ প্রতিনিধিকে জানান,তার শিশুসন্তান ইজানের বয়স মাত্র এক বছর দুই মাস,প্রচন্ড শীত, প্রবাহও কুয়াশায় শিশুটির ভেজা কাপড় শুকাতে দারুন দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণ গাছ থাকায় এমনি ছায়া ঘেরা থাকে বাড়ির উঠান,রোদ না থাকায় ভেজা কাপড় গুলো শুকানো সম্ভব হচ্ছিল না,রোদ উঠায়,তিনি তার বসত বাড়ির পাশে খোলা জমিতে রশি টানিয়ে কাপড় শুকানোর চেষ্টা করছেন।
পুরো অঞ্চলেই প্রতিটি বাড়ির খোলা জায়গায় ও জমিতে ভেজা দ্রব্য, জামা কাপড় লেপ ওতোষক রোদে শুকাতে দেখা যায়, আবার অনেকে এ মিষ্টি রোদে বসে থাকেন দীর্ঘ সময়।বিকেলে পুনরায় কুয়াশা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে।