আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সিগঞ্জ থেকেঃ
২৯ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা প্রশাসন আয়োজনে বিকেল ৩ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে,এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক,সমাজ সেবা অফিসার মাফুজা পারভীন চৌধুরী, শ্রীনগর থানার ওসি অপারেশন পুস্পেন দেবনাথ,র্যাব ১০ কমান্ডার আলিম।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন ইউনিয়নের জেলেরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারীর বলেন, ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এই ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন,মজুদ, বাজারজাতকরণ,ক্রয় -বিক্রয় ও বিনিময় সম্পৃর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হবে।