আব্দুল মান্নান সিদ্দিকীঃ
শ্রীনগরেচুরির মামলায় তিন আসামী সহ ৬ জন গ্রেপ্তার।
চুরির মামলায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলাপূর্ব বাগড়া এলাকার মোঃ মিরাজ , শান্ত বেপারী ও শামীম মোল্লা।
ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার২সেপ্টেম্বর দিবাগত রাতেশ্রীনগর উপজেলার পূর্ব বাঘড়াসৌদীআরব প্রবাসী মোহাম্মদ বাবুর বাড়িতে চুরি করতে গিয়ে এলাকার জনগণ তাদের তিনজনকে আটক করে।
পুলিশে সংবাদ দিলে বাগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জএস আইমোঃ সামিউল ইসলাম শিপন ঘটনাস্থলে আসলেআসামিদের তার কাছে হস্তান্তর করেন। এলাকাবাসীরাজানান,রাতেলোহারগ্রিল ভেঙ্গে বিল্ডিং এ প্রবেশ করে চোরের দল।
এ সময় বাড়ির কেয়ারটেকার এর স্ত্রী নিপুনীবেগমচিৎকার দিলে এলাকাবাসী তিনজনকে আটক করে।
এ ব্যাপারে প্রবাসী মোঃ বাবুর বড় ভাই থানায় একটি মামলা দায়েরল করেন।
অপরদিকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিন জন আসামিকে গ্রেফতার করেন তারা হলেন,মাদক মামলারআসামি মনির হোসেন, ও মনি দাস অপর আসামি হলেন ওয়ারেন্টভুক্তআসামি উজ্জল মন্ডল।
এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান একটি চুরির মামলা হয়েছে আসামিদের আদালতেপ্রেরণ করাহয়েছে।