আব্দুল মান্নান সিদ্দিকীঃ
২৪ এপ্রিল শ্রীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় একটি কম্বাইন হারভেস্টার মেশিন ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
শ্রীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শান্তনা রানীর সার্বিক তত্ত্বাবধানে পাটাভোগ ইউনিয়নের কৃষক মোঃ ইউনুস খানের মাঝে উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ।
আরো উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সুমান সরকারসহ উপজেলাকৃষি অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য এ যন্ত্রটির বর্তমান বাজার মূল্য ৩০ লক্ষ পঞ্চাশ হাজার টাকা। সরকার ভর্তুকি ১৩ লক্ষ ৭৫ হাজার টাকা। কৃষক কর্তৃক প্রদেয় ১৬ লক্ষ ৭৫ হাজার টাকা।