আব্দুল মান্নান সিদ্দিকীঃ
শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে ও.এম.এস কার্যক্রম সম্প্রসারণ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
১সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার মোড়ে মোঃ রবিউল ট্রেডাস ও চকবাজার স্বর্ণা রাইস এজেন্সিরদুটিদোকানে প্রতি কেজি ৩০ টাকা দরে মাথা পিছু ৫ কেজি করে চাল বিক্রয় কার্যক্রম সম্প্রসারণের শুভ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিপিকা রানী মজুমদার, উপ-সহকারী কর্মকর্তা হাসিনা মমতাজ, খাদ্য নিয়ন্ত্রক আমিরুল ফারুক, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত, শ্রীনগর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম।
উল্লেখ্য ও.এম.এস দোকান রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকবে দৈনিক ২ হাজার কেজি করে চাল বিক্রি করা হবে।